খাদিজার বাম হাতে অস্ত্রোপচার আজ

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের বাম হাতে আজ অস্ত্রোপচার করা হবে। রবিবার খাদিজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

এর আগে চলতি বছরের ১৭ অক্টোবর খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছিল।

স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজার বাম হাতে অস্ত্রোপচারের বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের তুলনায় আরো উন্নতি হয়েছে।

অবশ হয়ে থাকা বাম হাত অস্ত্রোপচারের পর সুস্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খাদিজার বাবা মাশুক মিয়া বলেন, খাদিজার শারীরিক অবস্থার প্রতিনিয়ত উন্নতি হচ্ছে।

চলতি বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা বদরুলকে পুলিশের হাতে সোর্পদ করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট