রাজধানীর কাফরুলে বাসা থেকে ৩২ মানবকঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

Manual6 Ad Code

রাজধানীর কাফরুলের একটি ফ্ল্যাটে ৩২টি মানব কঙ্কাল পাওয়া গেছে। এ ঘটনায় কামরুজ্জামান নামে ওই ফ্ল্যাটের এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পড়াশোনার কাজে কঙ্কালগুলো তার প্রয়োজন পড়ে।

Manual2 Ad Code

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহমেদ সমকালকে জানান, কাফরুল থানার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই বাসায় কার্টনভর্তি কঙ্কাল পাওয়া যায়। আটক মেডিকেল শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে, অতীতে তার পরিচিত যেসব মেডিকেল শিক্ষার্থী পাস করেছেন তাদের কাছ থেকে কঙ্কালগুলো পেয়েছেন তিনি। কোনো অসৎ উদ্দেশ্যে বাসায় এসব কঙ্কাল রাখা হয়নি। পুলিশ তার বক্তব্য আরও যাচাই করে দেখছে।

Manual7 Ad Code

মাসুদ আহমেদ বলেন, ‘একজন শিক্ষার্থী কত সংখ্যক কঙ্কাল তার সঙ্গে পড়াশোনার কাজে রাখতে পারবেন এমন কোনো নীতিমালা দেশে নেই।’

Manual7 Ad Code

কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীর কাছে কঙ্কাল থাকা স্বাভাবিক। তবে এসব কঙ্কাল অসাধু কাজে ব্যবহার করা হচ্ছে কি-না তা যাচাই করা হচ্ছে।’

Manual6 Ad Code

বাড়িটির মালিক ইলিয়াস সাইফুল্লাহ জানান, ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি গত মাসে নুরুজ্জামান নামে এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে ভাড়া নেন। শনিবার দুপুরের আগে বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের বাসিন্দা একজন ব্যাংক কর্মকর্তা গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজায় নক করেন। তবে ভাড়াটিয়া নুরুজ্জামান দরজা খুলতে দেরি করেন। কিছুক্ষণ পর দরজা খুললে ওই ব্যাংক কর্মকর্তা সেখানে কার্টনভর্তি কঙ্কাল দেখতে পান। এরপর তিনি ঘটনাটি বাড়িওয়ালাকে জানান। পরে বাড়িওয়ালা পুলিশকে অবহিত করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code