ডা. এম আর খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

Manual2 Ad Code
জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিষেশজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডা. এম আর খানের মৃত্যুতে চিকিৎসা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খান মারা যান। (ইন্না…রাজিউন)। এম আর খান নামে পরিচিত হলেও এই জাতীয় অধ্যাপকের পুরো নাম মো. রফি খান। দীর্ঘ তিন মাস ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শিক্ষা, চিকিৎসা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমী স্বর্ণপদক দেয়।
Manual1 Ad Code
Manual5 Ad Code