ধর্মীয় উসকানিমূলক বক্তব্য-ছবি পোস্ট দিলে ব্যবস্থা

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। কেউ ধর্মীয় উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক ছবি, মন্তব্য পোস্ট করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় বৃহস্পতিবার বিকেলে এ আহ্বান জানানো হয়।

কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের ওই বার্তায় বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এ ধরনের কাজ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ জানাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট