হল-মার্কের চেয়ারম্যান জেসমিন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

অর্থ আত্মসাতের মামলায় হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেন।

এই মামলায় বিকাল ৩টার দিকে হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি হল–মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা বেশ কয়েকটি মামলার আসামি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট