সিলেটে বাস চাপায় ২জন নিহত

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

সিলেট শহরতলীর টুকেরবাজারে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় টুকেরবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ইছাকচরের বাসিন্দা শাহিদ আলী ও নুরজামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি সিএনজি অটো রিকশা কিনে রোববার রাতে সুনামগঞ্জে বাড়ি ফিরছিলেন শাহিদ আলী। পথে সিলেট শহরতলীর টুকেরবাজারের টুকেরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটো রিকশাটির মালিক শাহিদ আলী। হাসপাতালে নেওয়ার পর মারা যান চালক নূর জামানও।