র‌্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুর থেকে ভারতীয় বিড়ি উদ্ধার

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সিলেটে জৈন্তাপুরে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে র‌্যাব।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৯ এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

উদ্ধারকৃত নিষিদ্ধ বিড়ি জৈন্তাপুরের জুয়াইর টুল গ্রামের ইসলাম উদ্দিনের বসত ঘর থেকে উদ্ধার করা হয় সাড়ে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো, ইসলাম উদ্দিন (৪৫) ও তার সহোদর মো. জমির উদ্দিন (৩৫) অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়।

উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট