ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস সনদ প্রদান কার্যক্রম। এ লক্ষ্যে মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি)।

বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে মিরপুর বিআরটিএ অফিস চত্বরে ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি একটি গাড়ির ডিজিটাল ফিটনেস পরীক্ষাশেষে সনদ বিতরণ কাজ প্রত্যক্ষ করেন।

ভিআইসি উদ্বোধনকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, নাজমুল ইসলাম ও মনিরুল ইসলাম, বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং-ডু এবং কোরিয়ার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হুনগু উপস্থিত ছিলেন।

ভিআইসি উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিআরটিএ’কে ঘিরে কোনো সিন্ডিকেটের কারসাজি মেনে নেয়া হবে না।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী বলেন, ফিটনেস প্রদানে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দুর্নীতি কমবে ও স্বচ্ছতা বাড়বে।

পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে ভিআইসি স্থাপন করা হবে বলে তিনি জানান।

আরো চারটি ভিআইসি স্থাপনে কোরিয়া অর্থায়ন করবে বলে অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত জানান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেনসহ পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট