জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে জেগে ওঠতে হবে : কামরান

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন- সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে জেগে ওঠতে হবে। সন্ত্রাস, জঙ্গিরা দেশ ও মানুষের শত্রু। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করার শামিল।

তিনি বলেন- নিজেদের সন্তানের প্রতি লক্ষ রাখতে হবে, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে- সেটা লক্ষ রাখা পরিবারের সবার দায়িত্ব।

কামরান বলেন- বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। সেসব সন্ত্রাসী, জঙ্গি, চক্রান্তকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে ওঠেছে তাদেরকে প্রতিরোধ করতে।

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে বৃহত্তর শাহী ইদগাহ সুশীল সমাজ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সিলেট নগরীর শাহী ঈদগাস্থ পয়েন্টে আয়োজিত সমাবেশে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম এহিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার ফয়ছল মাহমুদ, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক, এডভোকেট শাহ মশাহিদ আলী, তপন মিত্র, অ্যাডভোকেট সামছুল ইসলাম, মস্তাক আহমদ চেয়ারম্যান, খন্দকার মহসিন কামরান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল মালেক জাকা, আব্দুল আলিম তুষার, প্রিন্সিপাল ইমাম হোসেন মাহমুদ, মুফতি রশিদ আহমদ, মাওলানা মামুনর রশিদ, ফারুক আহমদ, ফজলুল হক, খয়রুল আলম শিপুল, শাহীন আহমদ, কাওছার আহমদ, আসাদুজ্জামান জনি, সুজন, তানভীর আহমদ রনি, শরিফ এম সুমন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট