৭ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

বগি উদ্ধারের পর রাত সাড়ে ১০টায় সাত ঘন্টার পর ট্রেন যোগাযোগ পুনঃস্থপিত হয়েছে বলে শ্রীমঙ্গল স্টেশন মাস্টার জানিয়েছেন।

সিলেট-আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেল স্টেশন সূত্র জানায়, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে,সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকা পড়ে।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, মালবাহী ট্রেনটি সার নিয়ে পাবর্রতীপুর যাচ্ছিল।

শুক্রবার বিকালে ভানুগাছ স্টেশন অতিক্রম করার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট