হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে তিন শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রাম থেকে পরিবারের ৭ জনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে লাখাইয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকার হাওরে পৌঁছার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ৩ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট