খালেদা জিয়ার সঙ্গে চীনা উপমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের উপমন্ত্রী জিং জেয়াওচং ও তাদের এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে চীনের উপমন্ত্রী জিং জেয়াওচং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে খালেদা জিয়ার বৈঠক হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ও লে. জেনারেল অব. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া জিং জেয়াওচংয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয় বলেও জানান তিনি।

বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট