ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিবের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জে অর্থ সহায়তা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিবের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জে অর্থ সহায়তা

দেশে চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করেছেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফ্রান্স প্রবাসী সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সাধারন সম্পাদক, গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের প্রতিষ্টাতা সভাপতি, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, হাজী হাবীব এর পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


আজ ১৯ মে (মঙ্গলবার) উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির দ্বীন পুরস্থ নিজ বাড়ীতে ইউপির অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। প্রায় দুইশত পরিবারকে নগদ ৫০০ টাকা ও অতি-দরিদ্র  পরিবারকে যথাক্রমে ১০০০/২০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী কামাল আহমদ, ছাত্রনেতা সজিবুর রহমান, শ্রমিক নেতা আব্দুস সালাম, ফ্রান্স প্রবাসী হাজী হাবীবের ছোট ভাই মাহবুবুর রহমান শফিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুমন আহমদ, শাহরিয়ার নাজিম, ফিরোজ মিয়া প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট