চমক সম্পর্কে নেত্রী আর আমি ছাড়া কেউ জানে না : সৈয়দ আশরাফ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

Manual1 Ad Code

আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কার আসবে সেটা আমি আর নেত্রী ছাড়া কেউ জানে না। নতুন চমক কী থাকবে সেটা শুধু আমরাই জানি। আজ শুক্রবার সন্ধ্যার পর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আসা বিদেশী মেহমানদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই মন্তব্য করেন।

Manual4 Ad Code

আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কী ধরনের চমক থাকছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আর প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে না নতুন চমক কী থাকছে। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।

সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব স্লোগান কাজে আসবে না। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code