গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন : স্পিকার

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন।

শুক্রবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে Universal Peace Federation Bangladesh কর্তৃক আয়োজিত 20th South Asia Peace Initiative (SAPI) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ঐক্য ও সম-অধিকার প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, South Asia Peace Initiative (SAPI) দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সকল গণতান্ত্রিক দেশগুলোকে সাধারণ জনগণের দারিদ্র্য দূরীকরণ, মানবিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি শান্তি প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপিএফ’র মহাসচিব ড. কাজী নূরুল ইসলাম, দক্ষিণ এশিয়া পিস ফাউন্ডেশনের এডুকেশন ডাইরেক্টর ড. রবার্ট এস কিটেল এবং দক্ষিণ এশিয়া পিস ফাউন্ডেশনের রিজিওনাল প্রেসিডেন্ট ড. চুং সিক ইয়ং বক্তৃতা করেন।