শেখ হাসিনা আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত : মোদী

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিথেয়তা গ্রহণ করায় সম্মানিত বোধ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার মোদীর আমন্ত্রণে ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ‌্য গোয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর নরেন্দ্র মোদী তার এক টুইট বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’

রবিবার ভারতের স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় বিমানটি গোয়ায় ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

এর আগে সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট