শি জিনপিংকে স্বাগত জানালেন খালেদা জিয়া

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

ঢাকায় সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চীনা রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানান তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বিএনপি গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে।

তিনি বলেন, বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।

খালেদা জিয়া আরো বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে। আমরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরকে আবারো স্বাগত জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট