২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
মাসুদুর রহমান : ক্রমেই দেশের আইনশৃঙ্খলা চরম অবনতির দিকে যাচ্ছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ সব বড় বড় অপরাধ এখন অতি সহজে পরিণত হয়েছে। খুবই সামান্য বা রাজনৈতিক প্রভাব খাটাতে, ব্যক্তিগত ছোটখাটো দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের কারণে ঘরে-বাইরে হত্যাসহ নানা অপরাধ এখন নিত্যসংবাদ। নিজের ঘরেও এখন নিরাপত্তাহীনতা বিরাজ করছে। শহর থেকে গ্রামে জনমনে আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলার অবনতিতে খুনের শিকার হচ্ছেন পুলিশের সদস্যরাও। বিষেশজ্ঞদের মতে, ঘটিত অপরাধের সুষ্ঠু বিচার না হওয়ায় দিনকে দিন এসব অপরাধ বাড়ছে বৈ কমছে না। : পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সারাদেশে ২ হাজার ৯৮২ জন খুন হয়েছেন। জানুয়ারিতে ৩২৯, ফেব্রুয়ারিতে ৩০৯, মার্চে ৩৩৭, এপ্রিলে ৩২৭, মে-তে ৪২০, জুনে ৩৫২, জুলাইয়ে ৩০০, আগস্টে ৩০৪ এবং সেপ্টেম্বরেও ৩০৪ জন খুন হন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতিদিন ১১ জন করে মানুষ খুন হচ্ছেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএমবিএস) তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে সারাদেশে খুন হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ৮৫ জন নারী-পুরুষ এবং ২৩ জন শিশু হত্যাকান্ডের শিকার হয়েছেন। হতাহত হয়েছেন ২ হাজার ৮৭৫ জন। ধর্ষণের শিকার হয়েছেন ৩১ নারী-শিশু। সেপ্টেম্বর মাসে ৭ জন এসিড সন্ত্রাসের শিকার হন। মাদকের প্রভাবে বিভিন্নভাবে নিহত হন ১ জন, আহত হন ৫ জন। গণপিটুনিতে নিহত হন ১ জন, আহত হন ৬ জন। বোমা বিস্ফোরণে ৫ জন আহত এবং ২ জন নিহত হন। এ মাসে ক্রসফায়ারে মৃত্যু হয় ১০ জনের। এর মধ্যে পুলিশের হাতে ৯ জন এবং র্যাবের অভিযানে নিহত হন একজন। জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের নামে গণগ্রেফতার করা হয় ৪৭৫ জনকে। সম্প্রতি সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনাটি দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় সরকারি দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড ও বর্বরতার চিত্র আবারো ফুটে উঠেছে। ঘটনার দিন এমসি কলেজ থেকে পরীা দিয়ে বের হওয়ার পর নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল। এরপর প্রথমে নার্গিসকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে সেদিনই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নার্গিসের অবস্থা সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে। সৌদি আরব থেকে দেশে ফিরে খাদিজার বাবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে অপরাধীর বিচার চেয়েছেন। গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে কয়েকটি হত্যাকান্ডের খবর পাওয়া গেছে। গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি ভবন থেকে ইডেন কলেজের সাবেক উপাধ্য আলী হোসেন মালিকের (৬৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পূজা নিয়ে বাকবিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে ফয়েজ নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব চলাকালে ছোটনা গ্রামের একটি পূজামন্ডপের পাশে ফয়েজের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাকবিতন্ডা হয়। এর : এক পর্যায়ে ফয়েজকে ছুরিকাঘাত করে ওই যুবকরা। : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় প্রতিপরে হামলায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। ১০ আগস্ট সোমবার রাতে ফয়সালসহ চার বন্ধু পাশের গ্রামে পূজা দেখে বাড়ি ফেরার পথে হামলা করে মিরাজ ও তার বন্ধুরা। তারা তাকে কুপিয়ে জখম করে। হামলায় আহত চার বন্ধুকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। : ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ছোট ভাইয়ের বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান বড় ভাই রাকিবুল ইসলাম মুন্না (১৮)। তার বাসা গ্রিন রোড আমবাগানের ঢাবি আবাসিক এলাকায়। মুন্নার ছোট ভাই রিয়াদের বন্ধু নাঈম জানায়, ক্রিকেট খেলা নিয়ে তিন-চারদিন আগে রিয়াদের সঙ্গে তার বন্ধু আকাশের মারামারি হয়। বিষয়টি সমাধান করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্না ফার্মগেট গ্রিন রোডের মোস্তফার গলিতে যান। এ সময় আকাশ ও তার লোকদের সঙ্গে মুন্নার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুন্নার পিঠ ও বুকে ছুরিকাঘাত করে আকাশ ও তার বন্ধুরা। এতে মুন্নার মৃত্যু হয়। ৪ অক্টোবর পাবনা সদর উপজেলার চরবলরামপুর গ্রামে দুর্বৃত্তের ককটেল হামলায় মাহিরন বেগম (৭০) নামে এক শাশুড়ি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন পুত্রবধূ রেশমা খাতুন (৩০)। ৪ অক্টোবর কক্সবাজারের চকরিয়ায় আবদুল মজিদ (৭৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ পাওয়া যায়। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ভোর ৬টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচ থেকে নিহতের পরিবারের সদস্য ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২ অক্টোবর মেহেরপুরের গাংনীতে আবুল খয়ের (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। রাত ৯টার দিকে আহত হওয়ার পর রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আবুল খয়ের গাংনী থানাপাড়ার করিম মালিথার ছেলে ও গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা ইনসারুল হক ইন্সুর বড় ভাই। ৬ অক্টোবর সকালে রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আরাফাত সজল (২২) নামে যুবলীগের এক সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে সাভারের কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামের তুরাগ নদী থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। চাঁদা না পেয়ে গাজীপুরের এরশাদনগরে ৬ অক্টোবর দেলোয়ার হোসেন (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ৪ অক্টোবর রাতে রাজধানীর শাহবাগে সোহেল (৩০) নামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে ২ জন নিহত হন। পুলিশ জানায়, নিহতরাও মাদকসেবী। তারা হলেন মোতালেব (৪০) ও হাবীব (৫০)। গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর কদমতলীতে আবদুল্লাহ নামে সাত বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। গত ১৬ সেপ্টেম্বর শেরপুর পুলিশ লাইনে কর্মরত রাকিবুল হাসান (২০) নামে এক কনস্টেবল খুন হয়েছেন। পরের দিন সকাল ১০টার দিকে পুলিশ লাইন সংলগ্ন পূর্বশেরী এলাকার রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে এমনটি হলো তা তদন্তের পর জানা যাবে। একই রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘরে খুন হয়েছেন স্বামী-স্ত্রী। ১৬ সেপ্টেম্বর নিজ বাড়ির সামনে বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও শ্রমিক নেতা মো. হায়দার আলী (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার প্রভাব বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীতে খুন হয়েছেন যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু। মতিঝিলের এজিবি কলোনির যুবলীগ কাবের সামনে প্রতিপক্ষের সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন বাবু ও তার বন্ধু আহসানুল হক ইমন। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। গত ১৮ সেপ্টেম্বর রবিবার রাতে গাজীপুরের কালীগঞ্জে পৌর এলাকায় বাড়ি ফেরার পথে এক কারখানা শ্রমিককে পুলিশ পরিচয়ে লেগুনায় তুলে ছিনতাই ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৯ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনাজপুরের বিরল উপজেলায় এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার ছয়তলা মন্ডল মার্কেটের সামনে বিকাশ এজেন্টের দুই কর্মীকে গুলি করে নগদ ১৫ লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে সাত বছরের এক শিশুকে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী চা দোকানদার মিলন। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় ডিবি পরিচয়ে এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অপহরণকারীরা মুঠোফোনে তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেপ্টেম্বরের প্রথম দিকে জায়গার বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় এক সংখ্যালঘুর ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ফেনীর ফুলগাজী বাজারে গত সেপ্টেম্বরে পরশুরাম থানা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা থানার এসআই মাসুদ রানাকে পিটিয়ে গুরুতর আহত করে আটক আসামি ছাত্রলীগ ক্যাডার রুমনকে ছিনিয়ে নিয়ে যায়। : এসব ঘটনায় মানবাধিকার কর্মী, মনোবিজ্ঞানী, অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, আইনশৃঙ্খলার অবনতিতে এসব ঘটনা ঘটছে। অনেক েেত্র অপরাধীরা ধরা না পড়ায় বিচারহীনতার বার্তা ছড়িয়ে পড়ছে। বৈশ্বিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব, সামাজিক ও নৈতিক অবয়ে পারিবারিক পর্যায়ে নৃশংস হত্যাকান্ডসহ নানা অপরাধ ঘটছে। এসব ঘটনা সামগ্রিকভভাবে চারদিকে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D