স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার’কে জেলে প্রেরণ, মুক্তি দাবি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার’কে জেলে প্রেরণ, মুক্তি দাবি

২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার : সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী’কে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে আজ।

গত রবিবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা নগরির কুমারপাড়া পয়েন্ট থেকে গ্রেফতার করে রাতে মোগলাবাজার থানায় তাকে হস্থান্তর করে। মোগলাবাজার থানায় দায়েরকৃত একটি মামলায় দেলোয়ার’কে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।

অবিলম্বে দেলোয়ারের মুক্তি দাবি করেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান,যুগ্ম আহবায়ক জাকির হোসেন,যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল,যুগ্ম-আহবায়ক আব্দুস শহীদ,যুগ্ম-আহ্বায়ক এডভোকেট খালেদ জুবায়ের প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট