সিলেটের সঙ্গে ব্যবসায় আগ্রহী ইন্দোনেশিয়া

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

সিলেটের সঙ্গে ব্যবসায় আগ্রহী ইন্দোনেশিয়া

উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্র্রসারনে সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সঙ্গে সম্পর্কন্নোনয়ে ইন্দোনেশিয়া আগ্রহী বলে জানিয়েছেন ঢাকাস্থ ইন্দোনেশিয়া দুতাবাসের রাস্ট্রদূত এইচ ই মিসেস রিনা পি সুয়েমার্নো। এজন্য ইন্দোনেশিয়ার বিজনেস ডেলিগেটদের সঙ্গে সিলেটের নারী উদ্যোক্তাদের সেতুবন্ধন গড়তে তিনি কাজ করবেন বলে জানান। পণ্য আদান-প্রদানের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো সূদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খুব শিগগিরই দু’দেশের উদ্যেক্তা ব্যবসায়ীদের নিয়ে বানিজ্যিক বৈঠক আয়োজনের কথাও বলেন রাস্ট্রদূত।

ইন্দোনেশিয়ার রাস্ট্রদূত রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর জামতলাস্থল চেম্বার কার্যালয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। এ সময় তিনি ইন্দোনেশিয়ার রাস্ট্রদূতকে সিলেট উইমেন চেম্বারে স্বাগত জানিয়ে বলেন- সিলেটের নারী উদ্যেক্তারা এখন আর পিছিয়ে নেই। পণ্যের মান বজায় রেখে নারী উদ্যেক্তারা দেশ ও দেশের বাইরের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। নারী উদ্যেক্তাদের ব্যবসায়ীক প্রসারে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিরেন ও বক্তব্য রাখেন- সিলেট উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক শামসুন্নাহার খানম, রাবেয়া আক্তার রিয়া, লুবানা ইয়াসমীন, তানজিনা মুমিন, নাসরিন বেগম, ওয়াহিদা আখলাক, বিউটি বর্মন ও রুবা খানম। এ সময় ইন্দোনেশিয়া দুতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট