মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগরের শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগরের শীত বস্ত্র বিতরণ

মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়েছে।

শুক্রবার চৌহাট্টা এলাকায় এ শীত বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আ. ম. ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সাদিক এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ।

তিনি বলেন, দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বাবু কানু লাল পাল, আব্দুল আউয়াল যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, শাহজাহান আহমদ লিটন, অর্থ সম্পাদক মিয়াজান আলী, আব্দুল হান্নান শরীফ, বাবুল মিয়া, প্রচার সম্পাদক আক্কাছ আলী সুজন, সহ শিশু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, বাণিজ্য বিষয়ক সম্পাদক অসিম রায়, মাসুদ রানা, সানুর আলী, ওয়াসিম মিয়া, মোঃ আলামিন, মোঃ রুবেল প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট