খাদিমপাড়ায় বাড়ির ছাদে নিষিদ্ধ গাঁজার বাগান, র‍্যাবের অভিযানে আটক ১

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

খাদিমপাড়ায় বাড়ির ছাদে নিষিদ্ধ গাঁজার বাগান, র‍্যাবের অভিযানে আটক ১

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সূচনা কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী এক বাড়ির ছাদে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‌্যাব-৯ এর সদস্যরা। খবর পেয়ে সোমবার রাতেই সেই বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল।

র‌্যাব-৯ সোমবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জানা গেছে, খাদিমপাড়া ৭ নম্বর রোডের একটি বাসার ছাদে গাঁজার গাছ লাগিয়ে বিক্রি করা হত। বিষয়টি খবর পেয়ে সোমবার রাতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় একটি বিদেশী কুকুর শাবক ও কয়েকটি গাছ জব্দ করেছে র‌্যাব।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট