সিলেটের শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

সিলেটের শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষা, মাদকসেবী, নারীদের অবাধ বিচরণ বন্ধসহ সকল অনইসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন মসজিদ থেকে অংশ নেন মুসল্লিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সকল অনইসলামিক কার্যকলাপ এই পবিত্র মাটিতে হতে দেওয়া হবে না। আমরা সকলকে হুঁশিয়ার করে বলতে চাই, এই পবিত্র মাটিতে বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা নামাজ আদায় করেন। তাই সকলকে শাহী ঈদগাহ মাঠের পবিত্র রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।
এডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মন্টি আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুয়েব আহমদ, গোলজার আহমদ, ফজলুল হক, ফারুক আহমদ, মোস্তফা আহমদ আজাদ, খতিব আবু জহুর রেজওয়ান, শাহমীর মাদ্রাসার মুহতামিম, ইমাম আব্দুল হান্নান, আবুল কালাম, আজাদ চৌধুরী জুয়েল সহ বৃহত্তর শাহী ঈদগাহের অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট