আজমীর শরীফে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

আজমির শরীফ জিয়ারতে ভারত গেলেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রিমাদ আহমদ রুবেল। বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে তারা ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন। নিরাপদে আজমির শরীফ জিয়ারত করে দেশে ফিরে আসতে দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন দুই নেতা।

ব্যক্তিগত মানত ও আওয়ামীলীগ সরকারের সাফল্যের শুকরিয়া আদায়ে  আলম খান মুক্তি ছুটে গেছেন আজমির শরিফ। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর পবিত্র দরগায় মাজার জিয়ারত করবেন।

বৃহস্পতিবার তিনি আজমিরে যান। যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেলকে সঙ্গী করে নিয়ে যান আজমিরে। সেখানে পৌছার পর জিয়ারত করার কথা রয়েছে।

এবারই প্রথম আজমিরে গেলেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট