সিলেট বিভাগীয় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

সিলেট বিভাগীয় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহন

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল সহকারে যোগদান করে। মিছিল পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ।

জেলার সিনিয়র নেতা জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম উজ্জ্বল, আব্দুস সালাম ও সাজ্জাদ হোসেন আরমানের পরিচানায় সভায় বক্তব্য রাখেন জেলার সিনিয়র নেতা আলী আকবর খান, আলাউদ্দিন মনাই, জয়নাল আহমদ ও শাহিন আহমদ। সভাপতির বক্তব্যে আব্দুল ওয়াহিদ সোহেল বলেন শেখ হাসিনার সরকারের প্রশাসন তিন তিনবার সভার মঞ ভেঙে ও আজকের সমাবেশ বন্ধ করতে পারেনি। গত দুদিন থেকে সিলেটের নেতাকর্মীদের গ্রেফতার করে, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে, সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেও আজকের জনজোয়ারের কাছে সব পরাস্ত। এ থেকে প্রমানিত হয় বেগম খালেদা জিয়ার মুক্তি অতি সন্নিকটে। প্রয়োজন শুধু একটি সমন্বিত আন্দোলনের। সেই আগত আন্দোলনে বরা বরের মতো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সামনের কাতারে থাকবে ইনশাআল্লাহ। মিছিল পূর্ব সভায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন, হোসেন আহমদ, রনি আহমদ, নিঝুম আহমদ,সালমান আহমদ, মেহেদী হাসান,হোসাইন আহমদ,আহাদ মিয়া,দেলওয়ার, রুম্মান আহমদ, রুহুল আমীন, রুমন আহমদ, আলিম উদ্দিন, আব্দুল হান্নান, আরাফাত হোসেন, সোহেল আহমেদ, জাবেদ আহমেদ, রাসেল আহমদ, শামিম আহমদ, সুমন আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট