সিলেটে প্যানেল মেয়রের বিরুদ্ধে ‘যুবসমাজের’ ঝাড়ু মিছিল!

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

Manual8 Ad Code

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র (দ্বিতীয়) ও কাউন্সিলর সালেহ আহমদ ঘাসিটুলা বড় জামে মসজিদের জায়গা দখলের অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন ১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন যুবক।

সোমবার সন্ধ্যায় ওয়ার্ড যুব সমাজের ব্যানারে ওই মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। পরে শামীমাবাদ খেয়াঘাট শাহী ঈদগাহ প্রাঙ্গণে এক সমাবেশ করেন যুবকরা।

Manual7 Ad Code

সালেহ আহমদের বিরুদ্ধে যুব সমাজের মিছিলটি শুরু হবার কিছুক্ষণের মধ্যে যুবক, ঝাড়ু নিয়ে মিছিলে অংশগ্রহণ করলে বিক্ষোভ মিছিলটি ঝাড়ু মিছিলে রূপ নেয়।

Manual8 Ad Code

এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সংক্ষিপ্ত সমাবেশে ১০নং ওয়ার্ডের যুব নেতারা, সালেহ আহমেদকে মসাজিদের জায়গা দখলের পায়তারা থেকে সরে আসতে অনুরোধ করেন।

Manual4 Ad Code

১০নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে মিছিলটি মজুমদার পাড়া থেকে শুরু হয়ে শামীমাবাদ এলাকা প্রদক্ষিন করে খেয়াঘাট ঈদগাহ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

যুব নেতা জসীমউদ্দিনের সভাপতিত্বে কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব নেতা আব্দুল রহিম, মমিন মিয়া, শুকুর আলী, নেছার উদ্দিন, বশির আহমেদ চৌধুরী, তাসকিন আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code