২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর সুরমা মার্কেট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোন অপরাধ নয়, গণতন্ত্রকামী জনতার ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই খালেদা জিয়া আজ কারান্তরীণ। তিনি সরকারের প্রতিহিংসার শিকার। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। যা মানবাধিকার লঙ্গন।’
বক্তারা বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে নগ্ন দলীয়করণের কারণে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীরা আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ রেখেছে। এরপরও পত্রিকার পাতা খুললেই দুর্নীতির আর লুটপাটের মহোৎসবের সংবাদ চোখে পড়ে। বালিশ দুর্নীতি, পর্দা দুর্নীতির সংবাদ দেখে জাতি লজ্জিত হলেও মধ্যরাতে ভোট চুরি করে ক্ষমতা দখল করা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ন্যূনতম লজ্জা হচ্ছেনা। শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে এরও কোন বিচার হচ্ছেনা। অথচ ১/১১ এর মঈন-ফখর উদ্দিন সরকারের আমলে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ফাসির দন্ডপ্রাপ্ত আসামীদের মুক্তি হলেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে মুক্তি দেয়া হচ্ছেনা। সরকারের এমন প্রতিহিংসামুলক কর্মকান্ড মানবাধিকারের চরম লংঘন।
‘বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সাথে তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল ও সকল মামলা প্রত্যাহার এবং এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।’
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর যৌথ পরিচালনায় নগরীর সুরমা মার্কেট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাঃ আশরাফ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, জেলা সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, মহানগর সহ-সভাপতি ফাত্তাহ বকশী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর সহ-সভাপতি আমীর হোসেন, জেলা উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল ও সরফরাজ আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক মুকুল আহমদ মোর্শেদ, জেলা সাংগঠনিক আবুল কাশেম, মহানগর সাংগঠনিক মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা রুপা রাজা চৌধুরী, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর প্রচার সম্পাদক শামীম মজুমদার, জেলা শ্রম সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম সম্পাদক ইউনুস মিয়া, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা বিএনপির যোগাযোগ সম্পাদক আরিফ ইকবাল নেহাল, স্বাস্থ্য সম্পাদক আ.ফ.ম কামাল, মহানগর তথ্য ও গবেষণা সম্পাদক সুহাদ রব চৌধুরী, জেলা সমবায় সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, জেলা মৎস্য সম্পাদক আলী আকবর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জেলা সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক এম.এ মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, বিএনপি নেতা আমিন উদ্দিন আহমদ, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, আব্দুল ওয়াহিদ সুহেল, ডা: আব্দুল হক, কয়েস আহমদ সাগর, আজির উদ্দিন, আজাদ মেম্বার, ফয়েজুর রহমান ফয়েজ, ইসলাম উদ্দিন, শফিকুর রহমান টুটুল, আব্দুর রহমান, মাসুক এলাহী, এম. মখলিছ খান, কামরুজ্জামান দীপু, হাসান মঈনুদ্দিন আহমদ, আলী হায়দার মজনু, আব্দুর রহিম মল্লিক, দিলোয়ার হোসেন রানা, বাবর আহমদ, ফরিদ আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, সামছুল ইসলাম ফয়সল, সাব্বির আহমদ, লিটন আহমদ, ময়নুল হক স্বাধীন, মাহবুব আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম, আব্দুল আহাদ, আব্দুল খালিক, খোকন ইসলাম, সাহেদ আহমদ, নুরুল ইসলাম, এহছানুল করিম মিশু, দিপু আহমদ, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন, ছাত্রদল নেতা জহুরুল ইসলাম রাসেল, সুহেল রানা, তানভীর আহমদ চৌধুরী, ফাহিম রহমান মৌসুম ও আলী আকবর রাজন প্রমূখ।
জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত এপ্রিল থেকে তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
খালেদার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে সারাদেশে মানববন্ধন, গণঅনশন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশের মতো কর্মসূচি করে আসছে বিএনপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D