র‌্যাব-এর হাতে আটক সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

র‌্যাব-এর হাতে আটক সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার : সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকিরুল আলম জাকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। জাকির দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের মাঝপাড়ার মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।

বুধবার বিকাল ৩টার দিকে নগরীর উপশহরের গার্ডেন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভিযান পরিচালনা করেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল।

বুধবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া ম্যানেজার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন  জানান, আজ রাতে র‌্যাব-৯ মোগলাবাজার থানায় আসামীকে হস্তান্তর করেছে।গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জানান ওসি।

বর্তমানে গ্রেফতারকৃত আসামী মোগলাবাজার থানায় রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট