১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
রেজওয়ান করিম শাব্বির : সিলেটের জৈন্তাপুরে নিজপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজনকে অাটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
তাদেরকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর থানার সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃস্টি হয়।
জানা যায়, গত ৩ মাস পূর্বে উপজেলার নিজপাট এলাকায় নাটক নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তা আপোষে নিস্পক্তি হয়। পরবর্তীতে জৈন্তাপুর থানায় অাপোষ নামা ও টিএ দাখিলের পরও রহস্যজনক কারনে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩জন কে নিজ নিজ বাড়ি থেকে অাটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- শিক্ষক আলতাফুর রহমান, হাজী বদরুল আলম ও আইয়ুব।
উদ্ভুত পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক লিয়াকত আলী ও থানার ওসি শফিউল কবির আটককৃতদের মুক্তির ব্যাপারে আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D