স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি।

আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে তিনি এই কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন।

প্রথম দফায় দেশের ৯ কোটি ভোটার পাবেন এই আধুনিক কার্ড। যাদের ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এ জন্য ব্যয় ধরা ৮৩ কোটি টাকা। প্রতিটি কার্ড বিতরণে ব্যয় হবে ৯ টাকার বেশি। এ ছাড়া স্মার্ট প্রস্তুতে ব্যয় হয়েছে ২ ডলার। যার মেয়াদ থাকবে ১০ বছর। এরপর ফি দিয়ে কার্ড নবায়ন করতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট