বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের খলকু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ব্যবসায়ীর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ব্যবসায়ী খলকু মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ১৫-১৬ জনের হাফপ্যান্ড-মুখোশধারী ডাকাতদল ঘরের বারান্দার তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সকল সদস্যের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৩৮ হাজার টাকা, ৬টি দামি মোবাইল সেট লুঠ করে নিয়ে যায়।
বিশ^নাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, উপজেলার কোথাও ডাকাতির ঘটনা তার জানা নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট