সিলেট কারাতে-দো এসোসিয়েশনের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

সিলেট কারাতে-দো এসোসিয়েশনের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা প্রদান

৫ আগস্ট ২০১৯, সোমবার : গত ২রা আগস্ট রোজ শুক্রবার সিলেট মাসিমপুরে অবস্থিত আবুল মাল আব্দুল মুহিত স্পোর্টস কমপ্লেক্সে সিলেট কারাতে-দো এসোসিয়েশন (এস, কে, এ) এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের ছাত্রদের নিয়ে কারাতে প্রশিক্ষন ও বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মধ্যে সনদপত্র করা হয়। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে ফয়েজ একাডেমী অব মার্শাল আর্ট (কারাতে) এডুকেশন – ফেইম এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ও এস, কে, এর সিনিয়র প্রসিক্ষক জনাব হুমায়ুন কবির সুমন এবং ওয়ার্ল্ড সিতরিও কারাতে দো সেইসিনকাই ইন্টারন্যাশনাল (এস, কে, এস, আই) জাপান থেকে ব্ল্যাকবেল্ট ৪র্থ ড্যান অর্জন করায় সেনসি জনাব ফয়জুর রহমান ফয়েজ-কে যথাক্রমে দা আইকনিক কারাতে একাডেমী ও সায়েম কারাতে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সেনসি সৈয়দ মোয়াজ্জম হোসেন, সেনসি ফয়জুর রহমান ফয়েজ, সেনসি কামরুজ্জামান খাঁন আরমান, সেনসি মামুনুর রহমান এনাম, সেনসি আব্দুস শাহিদ, সেনসি শরীফ আহমেদ চৌধুরী, হুমায়ূন কবির সুমন, আরিফ খান মুক্তা, নূরুল হোসেন, সায়েম আহমেদ, জহিরুল ইসলাম বারী, জিয়াউল ইসলাম, বিপ্লব আহমেদ প্রমুখ । এছাড়াও বিভিন্ন ক্লাবের ছাত্রবৃন্দ, অভিভাবক ও প্রতিনিধিরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট