সিলেটের ওসমানী হাসপাতালে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

সিলেটের ওসমানী হাসপাতালে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন

সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক জন। এর মধ্যে ৪৬ জন বর্তমানে ভর্তি আছেন। বাকীরা সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া, বেসরকারি হাসপাতালেও প্রায় অর্ধশতাধিক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র মতে, সিলেটের ৪ জেলার সিভিল সার্জনদের ১২০টি করে কিট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে আলাদাভাবে প্রদান করা হয় আরও ৪০টি কিট। ফলে গত বৃহস্পতিবার থেকেই ওসমানীসহ সিলেটের সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়। এর আগে বেসরকারি প্রতিষ্ঠানেই এ পরীক্ষা করাতে হতো রোগীদের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট