দক্ষিণ সুরমার কালিরগাঁওয়ে বসত বাড়িতে হামলা : ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ

প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

দক্ষিণ সুরমার কালিরগাঁওয়ে বসত বাড়িতে হামলা : ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার আদিত্যপুর কালিরগাঁওয়ে এক লন্ডন প্রবাসীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে লন্ডন প্রবাসী এম এ মান্নানের বাড়িতে একদল দুবৃর্ত্ত হামলা চালিয়ে বাড়ি থেকে নগদ ৫ লক্ষ ৭০ হাজার টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এম এ মান্নানের ভাগনা মোগলাবাজার ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের মো. আব্দুল মুতলিবের ছেলে এম এ আজিজ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে মঙ্গলবার রাতেই দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযুক্তরা হলেন, কালিরগাঁওয়ের সোহেল, রাজিব,রুমন,রাকিব,জুয়েল।
লিখিত অভিযোগ পেয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এম এ আজিজ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা মঙ্গলবার বিকেল ৩ টার দিকে প্রথমে বাসার গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায়, পরে বাসার ২য় তলায় একটি কক্ষের তালা ভেঙে ফার্মের মুরগী বিক্রির নগদ ৫ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে চলে যায়। পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে এম এ আজিজ ও তার মামা মো. শফিক আহমদ, জুবায়ের আহমদ, এবং বন্ধু নজরুল ইসলাম ও চাচাতো ভাই সেবুল ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পূনরায় তাদের উপর হামলা চালায়। হামলায় মো.শফিক মিয়াসহ অন্যান্যরা ও আহত হন। হামলাকারীরা বাড়ির প্রধান গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশের দৃশ্য বাড়িতে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। পুলিশ আলামত হিসেবে তা জব্দ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট