নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলুন : প্যানেল মেয়র লিপন বকস্

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলুন : প্যানেল মেয়র লিপন বকস্

‘‘সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দরা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলুন, আপনার বাড়ির আশেপার্শ্বের ঝোপ-ঝাড়,জঙ্গল,জলাবদ্ধ অবস্থান নিজ দায়িত্বে পরিস্কার করুণ এবং অপরকে এ ব্যাপারে উৎসাহিত করুণ । ব্যক্তি মালিকানাধীন পুকুর, জলাশয় ও ডোবার কচুরীপানা অবিলম্বে নিজ নিজ দায়িত্বে অপসারণ করুণ । এডিস মশা সাধারণত স্বচ্ছ ও স্থির পানিতে ডিম পাড়ে, আপনার বাড়ীর আশেপার্শ্বে পড়ে থাকা জমাপাত্র যেমন পরিত্যক্ত টিনের কোটা, ডাবের খোল, দইয়ের ভাড়, গাড়ীর টায়ার ইত্যাদি ধ্বংস করতে হবে। রেফ্রিজারেটর, ফুলের টব, বাড়ীর চৌবাচ্চায়, জমানো পানি ০৩ (তিন) দিন পর পর পরিবর্তন করুন। রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুণ । ডেঙ্গু বা চিকুনগুনিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুণ ’’
সারাদেশ ব্যাপী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই ২০১৯ ইং মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে শনিবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। ২৬ নং ওয়ার্ডের ঝালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। সভায় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট