হযরত শাহজালাল (রহ.)-এর ওরসে খালেদা জিয়ার পক্ষে গিলাফ বিতরণ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

হযরত শাহজালাল (রহ.)-এর ওরসে খালেদা জিয়ার পক্ষে গিলাফ বিতরণ

ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর দু’দিন ব্যাপী ৭০০তম বার্ষিক ওরস বুধবার ভোর রাতে আখেরী মোনাজাতের পর শিরনী বিতরনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে।

ধ্যানে ভক্তিতে প্রার্থনায় সঙ্গীতে যে যার মত করে পালন করেছেন উরশ মোবারক।শনিবার সকাল নয়টা থেকে মাজারে গিলাফ চড়ানোর মধ্যদিয়ে ওরসের কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) এর ওরসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে গিলাফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাজারে তার পক্ষে গিলাফ প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পদাক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগরর বিএনপির সহ সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, মুফতি রায়হান উদ্দীন মুন্না, নজির হোসেন শেখ, আব্দুর রহমান জনি’সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট