শতভাগ জিপিএ-৫ সিলেট ক্যাডেট কলেজে

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

শতভাগ জিপিএ-৫ সিলেট ক্যাডেট কলেজে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) এবারও সাফল্য ধরে রেখেছে ‘আলোকের অভিসারী’খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। কলেজটির ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এরা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।

ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, পিএসসি শিক্ষা কার্যক্রমে ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে”।

আগামীতে সাফল্যের এই ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বুধবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সিলেটে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। যা গতবার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪.৯৪ শতাংশ।

সিলেটে পাসের হারের মতো বেড়েছে জিপিএ-৫ও। গতবারের চেয়ে সিলেট শিক্ষা বোর্ডে এবার ২২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। এবারের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হলো ১০৯৪ , যা গতবার ছিল ৮৭৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট