সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬

1048-copyবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলার পরিপ্রেক্ষিতে  গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ মিলিত হয় । সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক বলেন তারুণ্যের অহংকার তারেক রহমানের জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই বার বার মিথ্যা মামলা আর অপপ্রচারের পথ বেছে নিয়েছে । জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সকল জিয়ার সৈনিকদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানিয়ে অবৈধ সরকারের অনৈতিক সকল কর্মকান্ডে যুবদলকে ঐক্যবদ্বভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার আহবান জানান।
সিলেট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন , ছাব্বির আহমদ , সাহেদ আহমদ , মনির মুন্সী , মইনুল ইসলাম মঞ্জু , মকছুদুল করিম নুহেল , মাসুদ আলী মাছুম ,  আব্দুল মুক্তাদির আব্দুল গফুর , শিপন চন্দ , মুস্তাক আহমদ , মামুন আহমদ ,  ফখরুল আহমদ , জুনেদ আহমদ , সালেক আহমদ , আবু সাইদ হিরন , আশিক আলী , আজাদুর রহমান , আশরাফ আহমদ , জুয়েল আহমদ , ইমরান আহমদ , আব্দুল হাদী , শাহজান আহমদ , মনসুর আহমদ , শাহীন আহমদ , নাঈম আহমদ প্রমুখ ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট