আ.ফ.ম কামালের মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক প্রকাশ

প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

আ.ফ.ম কামালের মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক প্রকাশ

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। এক শোক বার্তায় প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান,তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ।
শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল, (ইন্নালিল্লাহিৃরাজিউন)। আ.ফ.ম কামাল অসুস্থ অবস্থায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট