লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর খোঁজ মিলেনি

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর খোঁজ মিলেনি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ হওয়া লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবীরের খোঁজ মিলেনি এখনো।

সোমবার (৮ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্বিসের একটি দল। দিন ব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, লিডিং ইউনিভার্সিটির নিখোঁজ হওয়া ছাত্রকে এখনো খোঁজে পাওয়া যায়নি। আজ বিকাল ৬টা পর্যন্ত ফায়ার সার্বিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আমি নিজেও সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম। কিন্তু এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কয়েকজন ছাত্র রোববার (৭ জুলাই) ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে যায়। বেলা দেড়টার দিকে পাথরে পা পিছলে স্রোতের টানে ধলাই নদীতে তলিয়ে যায় তাদের মধ্যে থাকা ১ জন। ওই ছাত্রের নাম হাসানুর রহমান আবীর। হাসানুর রহমান সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট