কোম্পানীগঞ্জে বালুবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

কোম্পানীগঞ্জে বালুবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

সিলেটের কোম্পানীগঞ্জে বালু বোঝাই নৌকা ডুবে নৌকার এক মাঝি নিখোঁজ রয়েছেন।

সোমবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে আরেকটি নৌকা ডুবুরি ঘটনা ঘটে।

এ ঘটনায় পাবেল মিয়া (৩৬) নামে এক মাঝি নিখোঁজ রয়েছেন। পাবেল মিয়া সুনামগঞ্জের বিশম্ভরপুর সংগ্রামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে খালি বলগেট নৌকার ধাক্কায় বালু বোঝাই বলগেট নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে নিরাপদে চলে গেলেও নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় একজন মাঝি ছিলেন বলে জানা যায়। পরে ডুবুরি দিয়ে নৌকার ভিতরে খোঁজে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, নদীতে স্রোতের কারণে খালি নৌকার ধাক্কায় বালু বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে আত্মরক্ষা করেন। তাদের ভাষ্য অনুযায়ী নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় আরেকজন মাঝি ছিলেন। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দিয়ে চেষ্টা চালানো হলেও নৌকার ভিতরে কাউকে পাওয়া যায়নি।

এর আগে রবিবার উপজেলার টুকেরবাজারে বালু ভর্তি নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট