সিলেটে দুটি হারবাল ফার্মেসীকে জরিমানা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

সিলেটে দুটি হারবাল ফার্মেসীকে জরিমানা

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি হারবাল ফার্মেসিকে জরিমানা ও অবৈধ ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুর দুইটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর দক্ষিণ সুরমাস্থ পুলের মুখ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে রোজ ইউনানি ফার্মেসিকে অবৈধ সিরাপ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২৩৬ বোতল অবৈধ সিরাপ জব্দ করা হয়। যার মূল্য ৮২ হাজার ৬০০ টাকা।

একই সময় একই এলাকায় অঞ্জুলী মেডিসিন সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করে ৫৫ হাজার টাকা মূল্যের অবৈধ ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধগুলো জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এনে তা ধ্বংস করা হয়।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সিলেটের ড্রাগ সুপার মো. কামরুল ইসলাম, ড্রাগ অফিসের কম্পিউটার ইনচার্জ মাহবুব আলম সুমন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই আল আমিনসহ পুলিশ সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট