সেতু ভেঙে ট্রাক খাদে, সারী-গোয়াইনঘাট সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

সেতু ভেঙে ট্রাক খাদে, সারী-গোয়াইনঘাট সড়কে যান চলাচল বন্ধ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বার্কিপুরে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে সারী-গোয়াইনঘাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে সেতুর মাঝখানের অংশ ভেঙে যায়। ফলে ট্রাকসহ সেতুটি ভেঙে খাদে পড়ে।

স্থানীয়রা জানান, গত বছরও এই সেতুতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছিল। পরে কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে ব্রীজটি মেরামত করার কারণে বছর না যেতেই আবারও ভেঙে পড়েছে বলে দাবি তাদের।

এদিকে সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সাথে সিলেট জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, ‘সারী- গোয়াইনঘাট সড়কের বার্কীপুরে বেইলি সেতু ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

এছাড়া আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সন্নিকটে থাকায় বিষয়টি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট