১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯
উৎসব মূখর পরিবেশে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা উপ-কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংগঠনের জেলা কার্যালয়ে একটানা ভোট গ্রহন করা হয়। সংগঠনের ১১৯৫ জন ভোটারের মধ্যে প্রায় ১ হাজারের উপর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৪৩৩ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী কাওছার আহমদ জয়লাভ করেন, তার নিকটমতম প্রতিদ্বন্দ্বি হরিণ প্রতিকের প্রার্থী মো. ফজলু মিয়া পেয়েছেন ২৭৯ ভোট, আম প্রতিকের প্রার্থী মো. আব্দুর রহমান পেয়েছেন ১৮৫ ভোট। সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ট্রাক্টর প্রতিকের প্রার্থী মো. জুমায়েল ইসলাম জুমেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গরুর গাড়ী প্রতিকের প্রার্থী মো. বেলাল আহমদ পেয়েছেন ১২১ ভোট ও ট্রাক গাড়ী প্রতিকের প্রার্থী মো. মামুন পেয়েছেন ১৪১ ভোট। সম্পাদক পদে এ নিয়ে ৩য় বার নির্বাচিত হয়েছেন হাত পাখা প্রতিকের প্রার্থী মারুফ আহমদ । তার প্রাপ্ত ভোট ৬৪৯। মারুফের নিকটতম খেজুর গাছ প্রতিকের প্রার্থী মো. মিনহাজ আহমদ পেয়েছেন ১৯১ ভোট, দোয়ত কলম প্রতিকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ৫৯ ভোট। সহ-সম্পাদক পদে মো. ফলিক আহমদ শাপলা ফুল প্রতিক নিয়ে ৬২৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাঁঠাল প্রতিকের প্রার্থী মো. লায়েক আহমদ পেয়েছেন ১৪৭ ভোট। মই প্রতিকের প্রার্থী মো. শরিফ আহমদ সাংগঠনিক সম্পাদক পদে ৩৫৮ ভোট পেয়ে ৩য় বারের মতো জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডাল রেঞ্জ প্রতিক নিয়ে মো. আবেদ আলী রিপন পেয়েছেন ১৬৬ ভোট, কলস প্রতিকের প্রার্থী মো. সুমন আহমদ পেয়েছেন ১০৯ ভোট, মো. সাইদুর রহমান বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে পেয়েছেন ১৮৯ ভোট। কোষাধ্যক্ষ পদে বালতি প্রতিকের প্রার্থী মো. কুতুব আলী ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জাকির আহমদ মাছ প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৮ ভোট, টেলিভিশন প্রতিকের প্রার্থী মো. আতিকুর রহমান আতিক পেয়েছেন ১৮৩ ভোট। সদস্য পদে কুকরা লাঠি প্রতিকের প্রার্থী শাকিল আহমদ সাকের ৪৫৬ ভোট পেয়ে ১ নং সদস্য নির্বাচিত হয়েছেন, ২ নং সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতিকের প্রার্থী জমির আলী, ৩ নং সদস্য পদে টায়ার প্রতিকের প্রার্থী মো. কুটু মিয়া নির্বাচিত হয়েছেন। সদস্য পদে যারা নির্বাচিত হননি তারা হলেন, হাতি প্রতিকের প্রার্থী অজিদ মল্লিক, তার প্রাপ্ত ভোট ১৩০। মোরগ প্রতিকের প্রার্থী মো. আনোয়ার আলী, প্রাপ্ত ভোট ১৮০। বেলচা প্রতিকের প্রার্থী মো. আব্দুস সালাম, প্রাপ্ত ভোট ২৩০। কুলা প্রতিকের প্রার্থী মো. নাজির উদ্দিন, প্রাপ্ত ভোট ৯৭। দোয়েল পাখি প্রতিকের প্রার্থী মো. বাবুল মিয়া, প্রাপ্ত ভোট ১৭০। ঘোড়া প্রতিকের প্রার্থী মো. রাজু মিয়া, প্রাপ্ত ভোট ১৩৩। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, নির্বাচন কমিশনার ছিলেন জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, জেলা কার্য নির্বাহী কমিটির সদস্য আলী আহমদ আলী। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জোবের আহমদ, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু। নির্বাচন পরিদর্শন করেন ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি গোলাম হাদি ছয়ফুল, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D