খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯

খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

৬ জুলাই শনিবার সন্ধ্যায় মিছিলটি জেল রোড থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়ক পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুজিবুর রহমান পবলুর সভাপতিত্বে ও রিবন আলীর পরিচালনায় মশাল মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা হাবিব আহমদ মুক্তা, সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাহবুব আলম মাছুম, কামরুল আলম চৌধুরী, খালেদ আহমদ, আকরাম হোসেন, তারেক চৌধুরী, মেহেদী হাসান পিপলু, শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ আহমদ, জেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, মুফাজ্জল হোসেন, সাব্বির আহমদ সহ সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট