সম্মেলনে পাকিস্তানকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না : নাসিম

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হবে না বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায়, সরাসরি যারা পার্লামেন্টে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলে তাদের দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আওয়ামী লীগের সম্মেলনে কোন দেশের কাকে কাকে দাওয়াত দেওয়া হবে তা সময় মত সাংবাদিকদের জানানো হবে অযথা বিভিন্ন পত্রিকায় ছড়ানো খবরে কান দিয়ে লাভ নেই।

নাসিম বলেন, আগামী ২০১৯ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। ২০১৯ সালেই শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাহবুব-উল-আলম হানিফ, কর্ণেল ফারুক, সাহারা খাতুন, পলক এমপিসহ অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট