দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯

দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদের দাফন সম্পন্ন

কানাইঘাটের ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী আব্দুস শহিদের জানাজার নামাজ রবিবার সকাল ১০টায় সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আব্দুস শহিদের লাশ সাতবাঁক ঈদগাহ গুরুস্থানে দাফন করা হয়।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ জানাযার নামাজে অংশ শরীক হন।

প্রসজ্ঞত যে, গতকাল শনিবার নিজ গ্রাম ঠাকুরের মাটি জামে মসজিদে আছরের নামাজ আদায়রত অবস্থায় মারা যান বিএনপি নেতা আব্দুস শহিদ। এদিকে দিঘীরপাড় ইউপি বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুস সহিদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট