মহাখালীতে হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

এরপর সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে হান্নান শাহের জানাজা।

আগামী শুক্রবার গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায় আরো দুটি জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান বিএনপির এ বর্ষীয়ান নেতা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট