আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট নগরীতে শোভাযাত্রা আজ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট নগরীতে শোভাযাত্রা আজ

২৩ জুন ২০১৯, রবিবার : মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে ওই দিন সকাল ১১টায় নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা শুরু হবে।
এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের স্ব স্ব ব্যানারে, মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট