আইডিয়ার উদ্যোগে প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সেবা বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র উদ্যোগে সিডিডি এর সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহয্য কেন্দ্র এবং সহযোগী সংগঠনের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন ও রেফারেল সেবা বিষয়ক এক কর্মশালা গতকাল মঙ্গলবার সিলেট সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমদ এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শহিদ আহমদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিশ^নাথের, কনসালট্যান্ট (ফিজিও থেরাপীষ্ট), সুজিত বিশ^াস। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার,মানুষের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেন,বলেন প্রতিটি শিশুর জন্মের পর নাম রেজিট্্েরশন করতে হবে,ব্রেইল পদ্ধতিতে স্কুলে পড়ানো হচ্ছে কিন্তু এগুলো যথেষ্ট না,তাই বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে,সরকার এ বিষয়ে আরো পদেক্ষেপ নিবে, প্রতিবন্ধীদের নিয়ে যেসকল সংগঠন কাজ করে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইউনিয়নের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে কাজ করলে কাজটি আরো ফলপ্রসূ হবে।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,মো: শাহিনুর রহমান, মানব সম্পদ ব্যবস্থাপক, হুমায়ুন রশিদ, সোস্যাল মবিলাইজার, নাসরিন নীলা, কর্মসূচি সহকারী, আইডিয়া এবং ইউপি সদস্য শিরিন আক্তার, সেলিনা বেগম, আমিনা বেগম, সিদ্দিকা বেগম, ইয়াছমিন বেগম,বিনা রায়,আব্দুল হক, আব্দুল বাছিত, সুপ্রীতি রায়, প্রমূখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট